ঢেউ কথা বলে - সুমিত্র দত্ত রায় (ছদ্মনাম)। প্রকৃত নাম সংকেত চট্টোপাধ্যায়। বিশ্ব ভুগেই চলছে মারণব্যাধির প্রকোপে। বন্দীদশা চলছে পরিবেশ ঘিরে। আজকের এই দুনিয়ায় অবিরত চলছে অর্থনৈতিক টানাটানির সাথে রোগ এড়িয়ে বাঁচবার কঠিন লড়াই। এরই আবহে প্রকাশিত হলো সুমিত্র দত্ত রায়ের "ঢেউ কথা বলে" ই-বইটি। --- ওই তো যে ছিপ হাতে মাছ ধরতেই ব্যস্ত ওর সেই দেখেও না দেখা উদাসীনতায় একটু হারিয়ে যাওয়া টোপগেলা মাছের মতো টানতো বড়শিতে দীঘির জলে আমাদের ছায়া কাঁপতে কাঁপতে এক সময় নিথর...